‘কি চাঞ্চল্য করিলাঙ’—প্রভু জিজ্ঞাসয় ।
ভক্তসব বলে,—“কিছু উপাধিক নয়” ॥
শ্রীগৌরহরি এই সকল কথা বলিয়া শ্রোতৃবর্গের অধিকার বিবেচনাপূর্বক তাঁহাদিগকে জিজ্ঞাসা করিলেন,—“আমার উক্তিতে কি ধৃষ্টতা প্রকাশ পাইয়াছে?” ভক্তগণ তদুত্তরে বলিলেন, “তোমার কথায় স্থূল-সূক্ষ্ম-উপাধি-সম্বন্ধীয় কোন অব্যস্তব কথা অভিব্যক্ত হয় নাই। জীবমাত্রেই ব্যবহারিক স্থূল-সূক্ষ্মাত্মক দৃশ্যজগতের ক্ষণভঙ্গুর বাক্য লইয়াই ব্যস্ত থাকে। তোমার কথা নিত্যজ্ঞানানন্দপ্রদ, উপাধিবর্জিত, বাস্তবসত্য।