কারো বুদ্ধি নাহি স্ফুরে, না বুঝে উপায় ।
অন্যোন্যে সবার বদন সবে চায় ॥
নিত্যানন্দের নিকট হইতে গৌরচন্দ্র বলদেবের হ্ল-মূষলাদি লইয়া ‘বারুণী’, ‘বারুণী’ প্রভৃতি উচ্চরবে ‘মদ্য’ চাহিতে লাগিলেন ।নিকটস্থ শ্রোতৃবর্গ ‘মদ্য’, ‘বারুণী’ প্রভৃতি শব্দের দ্বারা কোন্ দ্রব্য আনিতে হইবে, বুঝিতে পারিলেন না ।শ্রীগৌরচন্দ্র কেনই বা নিত্যানন্দের নিকট মদ্য প্রার্থনা করিতেছেন ইহা বুঝিতে অসমর্থ হইয়া তত্রস্থ ভক্তগণ একে অন্যের দিকে বিষ্মইয়ান্বিত হইয়া চাহিতে লাগিলেন।