কাহারও কাহারও হল-মুষল প্রত্যক্ষ দর্শন, কাহারও বা শূন্যহস্ত আদান-প্রদান-দর্শন:—
কর দেখে কেহ, আর কিছুই না দেখে ।
কেই বা দেখিল হল-মুষল প্রত্যক্ষে ॥
কোন কোন দর্শক হল-মূষলাদি প্রত্যক্ষভাবে দর্শন না করিয়া কেবল পরস্পর পরস্পরের হস্তে আদান-প্রদান দেখিলেন অথবা কেবলমাত্র হস্ত দর্শন করিলেন ।আবার কেহ কেহ বা প্রত্যক্ষ হল-মূষলাদিও দর্শন করিলেন।