নিজপ্রকাশবিগ্রহ বলদেবতত্ত্বের লীলা-প্রদর্শনোদ্দেশে মহাপ্রভুর বলরাম-ভাবে বিষ্ণুখট্টায় আরোহণ:—
নিত্যানন্দ প্রকাশিতে প্রভু বিশ্বম্ভর ।
বলরাম-ভাবে উঠে খট্টার উপর ॥
যদিও বিশ্বম্ভর বলদেবতত্ত্বনহেন, তথাপি তাঁহার প্রকাশস্বরূপ বলদেবের ভাব গ্রহণ করিয়া পালঙ্কোপরি উঠিলেন। শ্রীনিত্যানন্দ –বলদেবতত্ত্ব ।বলদেবতত্ত্বে যে লীলাসমূহ বর্তমান, তাহা প্রদর্শন করিবার উদ্দেশে স্বয়ংরূপ ব্রজেন্দ্রনন্দন বলদেবের ভাবে বিভাবিত হইবার লীলা দেখাইলেন।