চিরদিনে নিত্যানন্দ পাই’ অভিলাষে ।বাহ্য নাহি, আনন্দ সাগর-মাঝে ভাসে ॥
চিরদিন—নিত্যকাল ।জড় জগতের প্রতীতি-মধ্যে তাপত্রয় বর্তমান ।চিদ্বিলাস-রাজ্যের অস্মিতায় নিত্য নব-নবায়মান আনন্দোচ্ছ্বাস।