দোঁহার চরণ দোঁহে ধরিবারে চায় ।
পরম চতুর দোঁহে কেহ নাহি পায় ॥
সাধারণ জগতে জড়াহঙ্কারের বশবর্তী হইয়া এক ব্যক্তি অপরের চরণ স্পর্শ করিলে তিনি তাহাতে গর্বিত হইয়া আপনাকে শ্রেষ্ঠ জ্ঞান করেন, কিন্তু বিষ-বৈষ্ণবে এ প্রকার জড়াহঙ্কার না থাকায় তাঁহারা পরস্পরের চরণ স্পর্শ করিতে পশ্চাৎপদ হন না ।বৈষ্ণবগণের অলৌকিক কৌশল সাধারণ অহঙ্কারপর মানবের বোধ্য-বিষয় নহে।