হুঙ্কার করয়ে কেহ, কেহ বা গর্জন ।
কেহ বা মূর্ছা যায়, কেহ করয়ে ক্রন্দন ॥
বদ্ধজীবের হৃদ্দেশে চেতনের উন্মেষক্রমে আঙ্গিক বিকারসমূহ উৎপত্তি লাভ করে ।সেইকালে তাহার জাগতিক প্রতীতি বিলুপ্ত হইয়া চিদ্বিলাস-বৈচিত্র্য-রঙ্গ বাহ্যজগতে ব্যাপ্ত হইয়া পড়ে ।এই অভিনয়ের আদর্শ-প্রদর্শনকল্পে শ্রীচৈতন্যলীলায় প্রকৃতির অতীততত্ত্ববস্তু চতুর্দশভুবনপতি শ্রীগৌরসুন্দর সগোষ্ঠী প্রেমরঙ্গে নৃত্য করিয়াছিলেন ।স্বয়ং ব্রজেন্দ্রনন্দন মায়াবদ্ধ জীবের অজ্ঞানতমঃ-অপনোদন-কল্পে যে লোকাতীত লীলা প্রপঞ্চে প্রকট করেন, তাহাতে প্রাকৃত বদ্ধভাব আরোপ করা সম্পূর্ণ অসঙ্গত ।মায়াবদ্ধজীব সাধনদশায় অবস্থিত হইয়া অপ্রাকৃত ভগবত্তের গৌরবলীলা বুঝিতে সমর্থ হয় না।