চির দিবসের প্রেমে চৈতন্য-নিতাই।
দোঁহে দোঁহা ধ্যান করি’ নাচে এক ঠাঞি ॥
শ্রীচৈতন্য ও শ্রীনিত্যানন্দ উভয়েই নিত্যকাল পরস্পর প্রীতিসম্বন্ধে আবদ্ধ। একে অন্যের ধ্যানে নিযুক্ত থাকিয়া উন্মত্তভাবে একস্থানে নৃত্য করেন ।ভগবান্—সেবকধ্যানরত, ভক্তও—সেব্য-ধ্যানরত। এই ‘ধ্যান’-শব্দ কেবল জড়চিন্তাপর নহে। চিন্ময় অনুশীলনকে ‘ধ্যান’ -শব্দে উদ্দিষ্ট করা হয় অর্থাৎ তাহাতে জড়-স্থূল-ভাব-রহিত হইয়া কেবল চিদ্বিলাস অবস্থান করে। যেরূপ জড়েন্দ্রিয়-সমূহ তাহাদিগের আকর-বস্তু মনের সেবা করিবার উদ্দেশে স্থূল জগৎ হইতে বৈচিত্র জগতে অবতীর্ণ হয়। জগৎ হইতে উদ্ভূতকাম অবতীর্ণ-চিন্ময় কাম হইতে ভিন্ন।