ব্যাসপূজার অধিবাস-কীর্তনানন্দ:—
কীর্তন করিতে আজ্ঞা করিলা ঠাকুর ।
উঠিল কীর্তনধ্বনি, বাহ্য গেল দূর ॥
শ্রীব্যাসপূজার পূর্ব সময়ে শ্রীগৌরসুন্দর ভক্তগণকে কীর্তন করিতে আজ্ঞা করিলেন। প্রভুর অন্তরঙ্গ সেবক ব্যতীত ব্যাসপূজার অধিবাসে কাহাকেও প্রবেশাধিকার দেওয়া হয় নাই। তাঁহার আজ্ঞাক্রমে যখন ভক্তগণ উচচরবে কীর্তন আরম্ভ করিলেন, তখন বহির্জগতের যাবতীয় চিন্তা এবং প্রতীতি বিদূরিত হইল।