আপ্তগণ ব্যতীত অন্যের প্রবেশ-রোধার্থ প্রভু-আজ্ঞায় দ্বারারোধ:—
কপাট পড়িল তবে প্রভুর আজ্ঞায় ।
আপ্তগণ বিনা আর যাইতে না পায় ॥
শ্রীগৌর-নিত্যানন্দ শ্রীবাস-মন্দিরে প্রবিষ্ট হইয়া বাহিরের দ্বার বন্ধ করিতে আদেশ দিলেন। শ্রীবাসের গৃহে তখন প্রভুর অনুগত জনগণ ব্যতীত অন্য কেহই প্রবিষ্ট হইতে পারিলেন না। শ্রীগৌরসুন্দরের সকল অনুষ্ঠানই কীর্তনমুখে সাধিত হয়। তজ্জন্য আনুষ্ঠানিক ক্রিয়া দর্শন করিবার যাহাদের যোগ্যতা নাই, তাহাদিগের প্রতিবন্ধক স্বরূপ দ্বারে অর্গল প্রদত্ত হইয়াছিল।