ব্রহ্মাদি পাইয়া যাহা ভাগ্য-হেন মানে ।
তাহা পায় বৈষ্ণবের দাসদাসীগণে ॥
ব্রহ্মা প্রভৃতি দেবগণ সর্বোচ্চ অধিকার লাভ করিয়া ভগবৎপ্রসাদ পাইলে কৃতার্থ হন ।বৈষ্ণবের গৃহে ভৃত্যপ্রভৃতি সকলেই সেই সর্বোচ্চ জনগণের প্রাপ্য অনুগ্রহ লাভ করিলেন ।ব্রহ্মাদি-দুর্লভ ভগবদনুগ্রহ অপুণ্যবান্ হইয়াও ভক্ত-গৃহে সংসর্গে অবস্থিত জনগণ লাভ করিলে।