সূত্র করি’ কহি কিছু চৈতন্যচরিত ।যে-তে-মতে কৃষ্ণ গাহিলেই হয় হিত ॥
শ্রীব্যাস-পূজা, আচার্য-পূজা, নর-পূজা এবং কৃষ্ণের বিভিন্ন অবতারের পূজা করিতে গিয়া সর্বোত্তম জনগণ কৃষ্ণগীতের পূজা করিয়া সমগ্র জগতের হিতসাধন করেন।