ব্যাসপূজান্তে গণসহ মহাপ্রভুর কীর্তন-বিলাস:—
সবা প্রতি মহাপ্রভু বলিলা বচন ।
“পূৰ্ণ হৈল ব্যাসপূজা, করহ কীর্তন ॥
মহাপ্রভু বলিলেন,—“ভক্তরাজ শ্রীনিত্যানন্দ-কর্তৃক উপাসনান্তে ব্যাসপূজা পূর্ণতা লাভ করিল ।এক্ষণে ভক্তগণ হরিকীর্তন কর ।” অনেকে ব্যাসকে ভক্ত জানিয়া শ্রীগুরু বৈষ্ণবকে মর্ত্য বুদ্ধি করিয়া তাঁহাদিগকে পূজায় অমনোযোগী হ্ন,তজ্জন্য নিত্যানন্দের শ্রীবাসাদি সকল ভক্ত-পরিকর-সমন্বিত গৌর—পূজালীলা প্রদর্শিত হইল।