প্রসঙ্গে কহিল ভক্তাধমের লক্ষণে ।
পূৰ্ণ হৈলা নিত্যানন্দ ষড়্ভুজদর্শনে ॥
অধমভক্তের লক্ষণ—হরিপূজার ছলনায় ভক্তপূজাপরিহার ।তাহার ফলে বিষ্ণুপূজা হইতে তাহার অবসরপ্রাপ্তির সম্ভাবনা ।যাঁহারা পরিকরবৈশিষ্ট্যের সহিত ভগবানের পূজা করেন এবং ভক্তের পূজার মহিমা ভগবানের পূজা অপেক্ষা শ্রেষ্ঠ জ্ঞান করেন, তাঁহারাই উন্নত ভক্ত ।তাঁহাদের পতনের সম্ভাবনা অনেক কম; যেহেতু, তাঁহারা জানেন,—“যস্য দেবে পরা ভক্তিৰ্যথা ।দেবে তথা গুরৌ ।তস্যৈতে কথিতা হ্যর্থাঃ প্রকাশন্তে মহাত্মনঃ ॥’’ (—শ্বেতাশ্বঃ ৬/২৩)।