এ সব লোকের কি কুশল কোন ক্ষণে ।হইয়াছে, হইবেক? বুঝ ভাবি’ মনে ॥
যাঁহারা হরিগুরুবৈষবে বৈষম্য স্থাপন করিয়া একের পূজা, অন্যের নিন্দা করেন, তাঁহাদিগের কোন কালে কোন মঙ্গল হয় নাই বা হইবে না—ইহা বিচার করিলেই বুঝিতে পারা যায়।