এক হস্তে যেন বিপ্রচরণ পাখালে ।
আর হস্তে ঢেলা মারে মাথায়, কপালে ॥
জীব-হীংসা করিলে তদভ্যন্তরস্থিত বিষ্ণুহিংসা হইয়া যায় ।যদি কেই এক হস্তে ব্রাহ্মণের শিরোভাগে উপলখণ্ড-দ্বারা আঘাত করে এবং অপর হস্তে সেই ব্রাহ্মণের চরণ প্রক্ষালন করে, তাহা হইলে যেরূপ অসামঞ্জস্য লক্ষিত হয়, সেইরূপ ভগবান্ হইতে অভিন্ন বৈষ্ণবের পূজায় উদাসীন হইয়া বিষ্ণুপূজা করিতে গেলে পূজা না হইয়া তাহাই দুঃখের কারণ হয়।