সর্বভূতে আছেন শ্রীবিষ্ণু, না জানিয়া ।
বিষ্ণুপূজা করে অতি প্রাকৃত হইয়া ॥
প্রকৃতি-সৃষ্ট বদ্ধজীবের ইন্দ্রিয়জজ্ঞানে যে-সকল অধিষ্ঠান ভোগ্যবস্তুরূপে কল্পিত হয়, উহাই প্রাকৃত ।সমগ্র জগতে অণু পরমাণুর অভ্যন্তরে স্থূল-পিণ্ড মহাপিণ্ডের অভ্যন্তরে ভগবান্ বিষ্ণুর অধিষ্ঠান নাই,প্রাণীমাত্রের হৃদয়ে অন্তর্যামী সূত্রে ভগবদধিষ্ঠানের অভাব আছে—এইরূপ বুদ্ধিতে বিষ্ণুপূজার ছলনা বিষ্ণু-পূজা নহে, উহা প্রাকৃত মূঢ়তা মাত্র।