ভক্তিযোগ ব্যতীত ভগবল্লীলা দুর্জেয়:—
ভক্তিযোগ বিনা ইহা বুঝন না যায় ।
জানে জন-কত গৌরচন্দ্রের কৃপায় ॥
যে-সকল মনুষ্যের অনাত্ম-বৃত্তি প্রবল অর্থাৎ যাহারা মনোধর্মজীবী, সেই-সকল মানবের ভুক্তির স্বরূপ বোধ হয় না ।শ্ৰীমন্মহাপ্রভু যাঁহাদিগকে কৃপা করেন, সেই কতিপয় ব্যক্তিই ভক্তিযোগে গৌরলীলা উপলব্ধি করিতে পারেন।