যে কর্ম করয়ে প্রভু, সেই হয় ‘বেদ’ ।
তাহি গায় সর্ববেদে ছাড়ি’ সর্বভেদ ॥
ভগবান্ যে-সকল কার্য করেন, সেই সকল কার্যই বেদসমূহ গান করেন ।তাঁহার আনুষ্ঠানিক ক্রিয়া-কলাপ প্রকাশ করাই বেদের উদ্দেশ্য ।ভগবানের ক্রিয়া-কলাপই বেদপ্রতিপাদ্য সত্য ।অদ্বয়জ্ঞান ভগবানের কথায় পার্থক্য স্থাপন করিয়া বেদে কোন কথাই গীত হয় না ।অদ্বয়জ্ঞান হরির কথাই সকল বৈষম্য পরিহার করিয়া গীত হয়।