ঈশ্বর-লীলা প্রকাশ করাই বেদাদির উদ্দেশ্য:—
সেহ যে স্বীকার প্রভু করয়ে আপনে ।
তাহি গায়, বর্ণে বেদে, ভারতে, পুরাণে ॥
যদিও শ্রীনিত্যানন্দ সর্বদাই শ্রীগৌরসুন্দরের সকল লীলা হৃদয়ে দর্শন করেন এবং শ্রীগৌরসুন্দরও নিত্যানন্দকে তাঁহার সকল লীলা প্রদর্শন করেন, তাহা হইলেও প্রকাশ্যে লোক-বোধের জন্য অবতারোচিত ক্রীড়া বাহিরেও প্রদর্শন করেন ।শ্রীনিত্যানন্দ প্রভু স্বয়ং ঈশ্বর হইয়াও ভগবানের সেবা করেন, এই লীলা সাধারণের বোধগম্য নহে ।নিত্যানন্দের সেবক-লীলার কথা বেদে, মহাভারতে ও পুরাণে বর্ণিত আছে।