চৈতন্যের সঙ্গে যে মোহারে স্তুতি করে ।সেই সে মোহার ভৃত্য, পাইবেক মোরে ॥”
শ্রীনিত্যানন্দ বলিলেন,—শ্রীচৈতন্যদেব—প্রভু এবং আমি তাঁহার সেবক—এইরূপ স্তব যাঁহার মুখে শুনিতে পাওয়া যায়, তিনি আমার অনুগত ভৃত্য এবং তিনি আমাকে সেব্যরূপে লাভ করিবেন।