অহর্নিশ শ্রীমুখে নাহিক অন্য কথা ।“মুঞি তাঁর, সেই মোর ঈশ্বর সর্বথা ॥
শ্রীনিত্যানন্দের মুখে ‘আমার ভগবান্’ এবং “আমি ভগবানের’ এই বাক্য সর্বদা বর্তমান ।অন্য ইতর কথা স্থান পায় নাই।