নিত্যানন্দের স্বরূপগত অভিমান:—
নিত্যানন্দস্বরূপের এই বাক্য-মন ।
“চৈতন্য-ঈশ্বর, মুঞি তাঁ’র একজন ॥”
শ্রীনিত্যানন্দ-প্রভু মানসে এবং বাক্যে শ্রীচৈতন্যদেবকে নিজপ্রভু-জ্ঞানে আপনাকে সেই প্রভুর একজন দাসবিশেষ জানিতেন ।“আপনাকে ভৃত্য করি’ কৃষ্ণে প্রভু জানে ।’’ (—চৈঃ চঃ আঃ ৫/১৩৭)।