গ্রন্থকার-কর্তৃক পুরাণপ্রমাণাবলম্বনে বিষ্ণু-বৈষ্ণবতত্ত্ব-বর্ণন:—
স্বভাব কহিতে বিষ্ণু-বৈষ্ণবের প্রীত ।
অতএব বেদে কহে স্বভাবচরিত ॥
ভগবানের মুখে ভক্তের যশোগান শ্রবণে বিশেষত্ব আছে ।বিষ্ণু এবং বৈষ্ণব—পরস্পর উভয়ের স্বভাব বর্ণন করিতে প্রীতি লাভ করেন ।এজন্য বেদশাস্ত্র বিষ্ণুবৈষবের স্বাভাবিক লীলা গান করেন।