শেষদেবের স্বভাব-ধর্মি-ভগবৎসেবা:—
সর্বশক্তিসমন্বিত ‘শেষ’ ভগবান্ ।
তথাপি স্বভাবধর্ম, সেবা সে তাহান ॥
শেষশায়ী ভগবান্ সমস্ত ধারণশক্তি ক্রোড়ে করিয়া সকলের বিচারে সর্বশক্তিমত্তত্ত্ব ।তাঁহারও স্বাভাবিক ধর্ম---ভগবানের সেবা ।—“সেই ত ‘অনন্ত’ ‘শেষ’—ভক্তঅবতার ।ঈশ্বরের সেবা বিনা নাহি জানে আর॥’’ (চৈঃ চঃ আঃ ৫/১২০)।