ইহাতে যে নিত্যানন্দ বলরাম প্রতি ।ভেদ-দৃষ্টি হেন করে, সেই মূঢ়মতি ॥
শ্রীনিত্যানন্দ প্রভুই সাক্ষাৎ বলরাম ।যিনি নিত্যানন্দপ্রভুকে বলরাম ব্যতীত অন্য কোন বস্তু মনে করিবেন, তিনি মায়ামূঢ় হইয়া বুদ্ধিভ্রষ্ট হইয়াছেন, জানিতে হইবে।