যদ্যপিহ অনন্ত ঈশ্বর নিরাশ্রয় ।সৃষ্টি-স্থিতি-প্রলয়ের হেতু জগন্ময় ॥
যদিও ভগবান্ বিষ্ণু অস্ত-রহিত, সকলের প্রভু এবং অপর কোন বস্তুর আশ্রয় স্বীকার করিবার অযোগ্য, তথাপি তিনি সকল জগতে প্রবিষ্ট হইয়া এই জগতের জন্ম-স্থিতিভঙ্গের কারণরূপে প্রতিষ্ঠিত।