হাসি’ বলে নিত্যানন্দ,—“শুন বিশ্বম্ভর ।ব্যাস-পূজা এই মোর বামনার ঘর ॥
বামনার ঘর শ্রীবাসের বাটী (বাড়ী, গৃহ)।