সে যদি অদ্ভুত, তবে এহো অদ্ভুত ।নিশ্চয় সকল এই কৃষ্ণের কৌতুক ॥
যদি দশরথের রামচন্দ্র হইতে পিণ্ডগ্রহণ লোক-বোধ্য না হইয়া বিস্ময় উৎপাদন করিতে পারে, তাহা হইলে এই ঘটনায় বিস্ময় উৎপাদিত হইবে, ইহাতে আর বিচিত্রতা কি ? এ সকলই কৃষ্ণের অলৌকিক ক্রীড়া।