রঘুনাথ-প্রভু যেন পিণ্ডদান কৈলা ।
প্রত্যক্ষ হইয়া তাহা দশরথ লইলা ॥
যেরূপ রামচন্দ্র জীবিতোত্তর কালে স্বীয় পিতার পিণ্ড প্রদান করিবার সময় দশরথ স্বয়ং আসিয়া পিণ্ড গ্রহণ করিয়াছিলেন, সেই প্রকার শ্রীনিত্যানন্দ প্রভু শ্রীগৌরসুন্দরকে পূজ্যোচিত মাল্য-প্রদানকালে তাঁহাতে সন্নিবিষ্ট ভুজষট্ক দেখিতে পাইলেন।