ছয়ভুজদৃষ্টি তানে কোন্ অদ্ভুত ।
অবতার অনুরূপ সব কৌতুক ॥
শ্রীনিত্যানন্দ প্রভু কর্তৃক শ্রীগৌরসুন্দরের ষড়্ ভূজ মূর্তিদর্শন আর আশ্চর্যের কথা কি ?গৌরলীলার প্রয়োজনীয়তানুসারে এই সকল কৌতূহল-পূর্ণ দর্শন হইয়া থাকে। শ্রীগৌরসুন্দর—অবতারী তত্ত্ব। সুতরাং তাঁহাতে প্রকাশতত্ত্বের হল-মূষল এবং বিষ্ণু বিগ্রহের অস্ত্র-চতুষ্টয় ভূজষট্কে ধারণ কিছু বিচিত্র নহে। শ্রীনিত্যানন্দপ্রভু সেই আকর বিষ্ণুবস্তুতে তদন্তর্ভুক্ত স্ব-স্বরূপে হল মুষল ও শঙ্খ-চক্রাদি অস্ত্র-চতুষ্টয় দর্শন করিতে সমর্থ ।এ জন্যই শ্রীল কবিরাজ গোস্বামী ‘কৃষ্ণচৈতন্য’-সংজ্ঞায় স্বয়ংরূপ, প্রকাশ, অবতার প্রভৃতি তত্ত্ব সন্মিলিত করিয়াছেন ।স্বয়ংরূপ-তত্ত্ব হইতে প্রকাশ, অবতার শক্তি ভক্ত ইঁহারা পৃথক্ নহেন ।ঐ সকল প্রত্যেকেই ভিন্ন ভিন্নভাবে কৃষ্ণচৈতন্যের অন্তর্ভুক্ত হইয়া শ্রীকৃষ্ণচৈতন্যের সহিত বৈশিষ্ট্য সম্পাদন করে ।এই অচিন্ত্যভেদাভেদ- তত্ত্ব প্রদর্শন কল্পেই গৌরলীলায় শ্রীনিত্যানন্দ প্রভুকে ষড়্ ভূজ প্রদর্শন করিয়াছিলেন।