নিত্যানন্দের চৈতন্য-প্রাপ্তি ও ষড়্ভুজ-দর্শনে আনন্দ:—
পাইলা চৈতন্য নিতাই প্রভুর বচনে ।হইলা আনন্দময় ষড়্ভুজ দর্শনে ॥
শ্ৰীমন্মহাপ্রভুর বাক্যে নিত্যানন্দের চৈতন্যোদয় হইল তিনি শ্রীগৌরসুন্দরের ষড়ভূজ দর্শন করিয়া আনন্দে মগ্ন হইলেন।