নিত্যানন্দবিরোধী গৌর-প্রিয় নহে:—
তিলার্ধেক তোমারে যাহার দ্বেষ রহে ।
ভজিলেও সে আমার প্রিয় কভু নহে ॥”
হে নিত্যানন্দ, তোমার প্রতি যাহার অতি সামান্যমাত্র বিরাগ আছে এবং তদ্বশবর্তী হইয়া তোমার সেবায় বিদ্বেষবুদ্ধি করে, তাদৃশ ব্যক্তি যদি আমাকেও ভজন করে, তাহা হইলেও ঐরূপ ব্যক্তিকে আমি কখনও আদর করিতে পারি না।