প্রেমভক্তির একমাত্র ভাণ্ডারী নিত্যানন্দ প্রভু:—
তোমার সে প্রেম-ভক্তি, তুমি প্রেমময় ।
বিনা তুমি দিলে কারো ভক্তি নাহি হয় ॥
তুমি ভগবানের সর্বপ্রধান ভক্ত মুকুন্দপ্রেষ্ঠ । তোমাকে ছাড়িয়া কেহই ভগবানের সেবা লাভ করিতে সমর্থ নহে ।প্রেমভক্তি তোমারই সম্পত্তি, তুমি সাক্ষাৎ সেবাবিগ্রহ।