স্বনামসংখ্যাজপসূত্রধারী
চৈতন্যচন্দ্রো ভগবান্মুরারিঃ ॥
অনুবাদ। যিনি নবদ্বীপের নবীন প্রদীপস্বরূপ, যিনি পাষণ্ডরূপ কুঞ্জরগণের দমনে অদ্বিতীয় সিংহসদৃশ এবং যিনি “হরে কৃষ্ণ” ইত্যাদি নিজনামসমূহের জপ-সংখ্যা রক্ষার নিমিত্ত সংখ্যানিৰ্ণায়ক গ্রন্থিবিশিষ্ট সূত্র ধারণ করিয়াছেন, সেই চৈতন্যচন্দ্র নামক ভগবান্ মুরারি জয়যুক্ত হউন।