Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 8

Language: বাংলা
Language: English Translation
  • তথাহি শ্রীভাগবতে(১০/২১/৫)—

    বর্হাপীড়ং নটবরবপুঃ কর্ণয়ো: কর্ণিকারং
    বিভ্ৰদ্বাসঃ কনক-কপিশং বৈজয়ন্তীঞ্চ মালাম্
    রন্ধ্রান্‌ বেণোরধরসুধয়া পূরয়ন্‌ গোপবৃন্দৈ-
    র্বৃন্দারণ্যং স্বপদরমণং প্রাবিশদ্‌গীতকীর্তিঃ

    অনুবাদ। তৎকালে নটবরবপু শ্রীকৃষ্ণ চূড়ায় শিখিপুচ্ছভূষণ, কর্ণদ্বয়ে কর্ণিকার-পুষ্প, পরিধানে কনকবর্ণ পীত-বসন এবং গলদেশে বৈজয়ন্তী-মালা ধারণ করিয়া অধরামৃতদ্বারা বংশীছিদ্র পূরণ করিতে করিতে শঙ্খচক্রাদি লক্ষণযুক্ত নিজ পাদপদ্মের রতি বা লীলাস্থলী বৃন্দাবনে প্রবেশ করিলেন। তখন গোপগণ তদীয় মাহাত্ম্য কীর্তন করিতেছিলেন।

Page execution time: 0.0452420711517 sec