অধ্যায়ের ফলশ্রুতি:—
যে বা গায় এই কথা হইয়া তৎপর।সগোষ্ঠীরে তারে বর-দাতা বিশ্বম্ভর ॥
যাঁহারা সেই নিত্যানন্দের আনুগত্যে গৌরসুন্দরের সেবা-তৎপর হইয়া তাঁহার কথা কীর্তন করেন, তাঁহাদিগকে সবান্ধবে মহাপ্রভু বর দান করিয়া থাকেন।