গ্রন্থকারের লালসাময়ী প্রার্থনা:—
চৈতন্যের প্রিয় দেহ—নিত্যানন্দ রাম ।হউ মোর প্রাণনাথ—এই মনস্কাম ॥
পাঠান্তরে,—প্রিয় সেহ। প্রিয় দেহ’পাঠে—‘অভিন্ন বিগ্রহ’ জানিতে হইবে।