নিত্যানন্দ-নিন্দার ফল:—
না জানিয়া নিন্দে’ তাঁ’র চরিত্র অগাধ।
পাইয়াও বিষ্ণুভক্তি হয় তার বাধ ॥
যাহারা নিত্যানন্দ প্রভুর দুরধিগম্য-লীলা অনুগমন করিতে অসমর্থ হইয়া তাঁহার সেবারহিত হয় এবং তাঁহাকে নিন্দা করে, তাহাদের কোন ভাগ্যে বিষ্ণুভক্তি লাভ হইলেও তাহাতে বাধা ও বিঘ্ন উপস্থিত হয়।