কেহ বলে,-“দুই সখা যেন কৃষ্ণার্জুন।সেই মত দেখিলাম স্নেহপরিপূর্ণ ॥”
কেহ কেহ বলিলেন,—“ইঁহাদের পরস্পরের বন্ধুত্ব কৃষ্ণার্জুনের সখ্যভাবের ন্যায় পরস্পর স্নেহসিক্ত।