কেহ বলে,—“দুইজন যেন দুই কাম’।কেহ বলে,—“দুইজন যেন কৃষ্ণ-রাম ॥”
কেহ কেহ বলিলেন,—“শ্রীগৌর-নিত্যানন্দ-যেন উভয়েই কামদেব,—জগতের সকল সৌন্দর্যের ও সর্বগুণের আধার স্বরূপ।’’ আবার কেহ বলিলেন,—“ইঁহারা উভয়েই কৃষ্ণ ও বলরাম।