গদাধর বলে,—“ভাল বলিলা পণ্ডিত।সেই বুঝি, যেন রামলক্ষ্মণ-চরিত ॥’’
গদাধর বলিলেন,—শ্রীবাস পণ্ডিত ভালই বলিয়াছেন। আমিও বুঝিতেছি যে, রামলক্ষ্মণের পরস্পর সম্মেলনে যেরূপ ভাবের উদয় হইয়াছিল, ইহাও তদ্রূপ।