শ্রীবাস বলেন,—“উহা আমরা কি বুঝি ?
মাধব-শঙ্কর যেন দোঁহে দোঁহা পূজি ॥”
শ্রীবাস বলিলেন,—“আমরা ইঁহাদের (মহাপ্রভু ও নিত্যানন্দের) উভয়ের কথা বুঝিতে অসমর্থ। যেরূপ পূর্বকালে হরি-হর পরস্পরের পূজা বিধান করিয়া লোকের বিস্ময় উৎপাদন করিয়াছিলেন, এখানকার অবস্থাও তাহাই।