ভক্তগণের কথামুখে ভাবপ্রকাশ:—
হাসিয়া মুরারি বলে,—“তোমরা তোমরা।
উহা ত’ না বুঝি কিছু আমরা সবারা ॥’’
মুরারী হাস্য করিয়া বলিলেন,—“গৌর ও নিত্যানন্দের মধ্যে যে-সকল কথোপকথন হইল, তাহা উঁহারাই পরস্পর বুঝিলেন, আমরা উহার মধ্যে প্রবেশ করিতে পারিলাম না।’’ আমরা সবারা,—আমরা সকলে।