আজি কৃতকৃত্য হেন মানিল আমরা।
দেখিল যে তোমার আনন্দ-বারিধারা ॥’’
প্রভু তদুত্তরে বলিলেন,—“আজ আমাদের পরম সৌভাগ্য। তোমার ন্যায় ভগবৎসেবকের এখানে আগমনে এবং তোমার আনন্দাশ্রুদর্শনে আমরা কৃতকৃতার্থ হইয়াছি।’’ উপস্থান,—উপ (সমীপে) + স্থ (থাকা) + অন্ (ভাবে—অনট্) উপস্থিতি, সমীপে আগমন।