তারা বলে,—‘কৃষ্ণ গিয়াছেন গৌড়দেশে ।
গয়া করি’ গিয়াছেন কতেক দিবসে ॥
জিজ্ঞাসা করায় ভাল লোকেরা বলিল,—“কৃষ্ণ মাথুরমণ্ডল ছাড়িয়া গৌড়দেশে নবদ্বীপমণ্ডলে গিয়াছেন। তিনি দিন- কএক পূর্বে গয়া আসিয়াছিলেন, ‘তথা হইতে পুনর্বার নদীয়ায় প্রত্যাবর্তন করিয়াছেন।’’