সিংহাসন সব কেনে দেখি আচ্ছাদিত।
কহ ভাই সব, কৃষ্ণ গেলা কোন্ ভিত ?॥
নিত্যানন্দ বলিলেন,—“আমি বহু তীর্থ ভ্রমণ করিলাম; কিন্তু যে যে স্থানে কৃষ্ণের সম্বন্ধ আছে, তথাকার সকল স্থানই কৃষ্ণশূন্য দেখিলাম। লোকের নিকট জিজ্ঞাসা করিলাম, “স্থানগুলি সিংহাসনগুলি খালি পড়িয়া রহিয়াছে কেন ? ইহার উপবেশনকারী কৃষ্ণ এই স্থান ও সিংহাসন ছাড়িয়া কোথায় গিয়াছেন ?”॥