সকৃং এ ভক্তিযোগ নয়নে দেখিলে ।তাহারেও কৃষ্ণ না ছাড়েন কোনকালে ॥
নিত্যানন্দের এই প্রকার সেবা-প্রবৃত্তিমুখে মানসিক ও আঙ্গিক-বিকার-দর্শনকারী সৌভাগ্যবান্ সেবককে কৃষ্ণ কখনই পরিত্যাগ করিতে পারেন না।