গৌরের নিত্যানন্দ-স্তুতি—
এ কম্প,এ অশ্রু, এ গর্জন হুহুঙ্কার ।
এহ কি ঈশ্বরশক্তি বই হয় আর ॥
ভক্তিযোগই চারিবেদের উদ্দিষ্ট ও নির্যাসরূপ। বেদশাস্ত্র ভক্তিকেই একমাত্র ‘সার’ বলিয়া নির্দেশ করেন। জীবের পূর্ণজ্ঞানোদয় হইলে তাঁহার আত্মার নিত্যবৃত্তি ভক্তির উদয় হয়। সেবাময় চিত্তই ভগবজ্জ্ঞান লাভ করে এবং জ্ঞানলাভ করিয়া সেবাময় হইয়া অবস্থিত হয়।