গদাধর অ নিত্যানন্দ পরস্পরের প্রভাব-জ্ঞাতা:—
নিত্যানন্দ-প্রভাবের জ্ঞাতা-গদাধর।
নিত্যানন্দ—জ্ঞাতা গদাধরের অন্তর ॥
গদাধর—গৌরসুন্দরের নিতান্ত নিজ শক্তি; সুতরাং তিনি গৌর-সেবক নিত্যানন্দের বিচিত্র প্রভাব অবগত আছেন। নিত্যানন্দও গদাধরের হৃদয়ভাব ন্যূনাধিক অবগত আছেন।